সহীহ ঈমানের কষ্টিপাথর
সহীহ ঈমানের কষ্টিপাথর
আল্লাহ্ তা’আলা
পবিত্র কুরআনে ইরশাদ করেন
﴿ ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ
مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ
وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُواْ
سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ غُفۡرَانَكَ رَبَّنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ (*) لَا
يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا
ٱكۡتَسَبَتۡۗ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَآ إِن نَّسِينَآ أَوۡ أَخۡطَأۡنَاۚ رَبَّنَا
وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَآ إِصۡرٗا كَمَا حَمَلۡتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن
قَبۡلِنَاۚ رَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦۖ وَٱعۡفُ
عَنَّا وَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَآۚ أَنتَ مَوۡلَىٰنَا فَٱنصُرۡنَا عَلَى
ٱلۡقَوۡمِ ٱلۡكَٰفِرِينَ ﴾
তরজমা : রাসূল ঈমান আনয়ন করেছেন ঐ সকল বস্তু সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তাঁর ওপর অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও। সবাই ঈমান রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর নবীগণের প্রতি। তারা বলে, আমরা তাঁর নবীগণের মাঝে কোন পার্থক্য করি না এবং তারা আরো বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা আপনার নিকট ক্ষমা চাই, ওহে আমাদের পালনকর্তা! আমরা সকলেই আপনার দিকে প্রত্যাবর্তন করি । [সূরা বাকারা, আয়াত ২৮৫]
“যে
ব্যক্তি আল্লাহর ওপর, তাঁর
ফেরেশতাগণের ওপর, তাঁর
কিতাবসমূহের ওপর এবং তাঁর রাসূলগণের ওপর ও কিয়ামত দিবসের ওপর বিশ্বাস করবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে।” [সূরা নিসা, আয়াত ১৩৬]
হাদীসে জিবরাঈলে উল্লেখ আছে, হযরত
জিবরাঈল (আ) আল্লাহ তা’আলার পক্ষ থেকে ছদ্মবেশে এসে নবী সাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন,
ঈমান
কাকে বলে? জবাবে নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বললেন :
ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الأخر و تومن بالقدر خيره
وشره .
ঈমানের হাকীকত হলো, তুমি
মনে-প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ্ তা’আলার ওপর, তাঁর ফেরেশতাগণের ওপর, আসমানী
কিতাবসমূহের ওপর, আল্লাহ্ তা’আলার নবী-রাসূলগণের ওপর,
কিয়ামত
দিবসের ওপর এবং তাকদীরের ভালো-মন্দ সবকিছুই আল্লাহ্র পক্ষ থেকে নির্ধারিত হওয়ার ওপর।
[সূত্র : বুখারী খণ্ড-১, পৃষ্ঠা-১২ ও মুসলিম।
মিশকাত শরীফ, খণ্ড-১ পৃষ্ঠা-১১]
উল্লেখিত আয়াত ও অত্যন্ত প্রসিদ্ধ এ হাদীসটি
‘ঈমানে মুফাসসাল’-এর ভিত্তি। ঈমানে
মুফাসসালের মাধ্যমে এ কথাগুলোরই স্বীকৃতি জানানো হয় এবং মনে-প্রাণে বদ্ধমূল
বিশ্বাসের ঘোষণা করা হয় যে,
امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الأخر والقدر خير وشره من
الله تعالى والبعث بعد الموت .
আমি ঈমান আনলাম বা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করলাম –১. আল্লাহ্ তা’আলাকে,২. তাঁর ফেরেশতাগণকে,৩. তাঁর প্রেরিত সকল আসমানী কিতাবকে,৪. তাঁর প্রেরিত সকল নবী-রাসূলকে,৫. কিয়ামত দিবসকে অর্থাৎ সমস্ত বিশ্বজগত একদিন শেষ হয়ে যাবে, তাও বিশ্বাস করি,৬. তাকদীরকে বিশ্বাস করি অর্থাৎ জগতে ভালো-মন্দ যা কিছু হয়, সবই আল্লাহ্ তা’আলার সৃষ্ট,তাঁরই পক্ষ হতে নির্ধারিত এবং মৃত্যুর পর কিয়ামতের দিন পুনর্বার জীবিত হতে হবে, তাও অটলভাবে বিশ্বাস করি।
কোন মন্তব্য নেই