Header Ads

Header ADS

What is the ruling of the person who has not found Islam in his whole life?

যে লোকটি সারা জীবনে ইসলামের খোঁজ পায়নি তার হুকুম কী?



প্রশ্ন : যে লোকটির নিকট কোনোভাবে ইসলাম পৌঁছেনি। তার ব্যাপারে হুকুম কী? এর জন্যে তাকে জবাবদিহিতার সন্মুখীন হতে হবে কিনা?

উত্তর : কোনো ব্যক্তি যদি এমন জায়গায় অবস্থান করে যেখানে অন্য কোনো মানুষ পৌছতে পারেনি, সে কোনো নির্জনে পাহাড় চূড়ায় অবস্থান করেছে কিংবা বিজন প্রান্তরে নির্জনতা অবলম্বন করেছে, যেখানে সঠিক পথের দিশা পাওয়ার কোনোই উপকরণ নেই, তখন যদি এ লোকটি কুফর বা শিরকে লিপ্ত হয় তাহলে তাকে পাকড়াও করা হবে। কেননা, আল্লাহ তা'আলা তাকে বিবেক-বুদ্ধি ও অনুভূতি প্রদান করেছেন। সে এর মাধ্যমে কুদরতের নিদর্শনসমূহ দেখে তাঁর একত্বতার পরিচয় পেতে পারে। অবশ্য অন্যান্য বিধি-বিধান অর্থাৎ, হালাল ও হারামের বিবেচনা, নামায, রোযা আদায়া না করার দরুন তাকে পাকড়াও করা হবে না। কেননা, এই হুকুম-আহকাম বিবেক-বুদ্ধি দ্বারা অবগত হওয়া সম্ভব নয়। 

সূত্র : নাজমুল ফাতাওয়া ১/৫৬: রুহুল মাআনী ১৫/৩৯

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.