Wajibs of prayer (18) নামাযের ওয়াজিবসমূহ (১৮টি) আমাদের জবাব। Our Answer
নামাযের ওয়াজিবসমূহ (১৮টি)
১. সূরা ফতিহা পড়া। ২. সূরা ফাতিহার সাথে কোন সূরা মিলানো। ৩. প্রত্যেক ফরজ নামাযের প্রথম ২ রাকাতকে ক্বেরাতের জন্য নির্ধারণ করা। ৪. সূরা ফতিহাকে অন্য সূরা বা আয়াতের পূর্বে পড়া। ৫. সিজদায় কপালের সাথে নাকও রাখা। ৬. প্রথম সিজদার সাথে সাথে দ্বিতীয় সিজদাহ করা। ৭. নামাযের প্রতিটি রুকন ধীর স্থীরভাবে আদায় করা। ৮. ক্বা‘দায়ে উলা করা। অথার্ৎ, চার অথবা তিন রাকাত বিশিষ্ট নামাযে দ্বিতীয় রাকাতের পর বৈঠক করা। ৯. প্রথম বৈঠকে (ক্বা‘দায়ে উলায়) তাশাহহুদ পড়া। ১০. ক্বা‘দায়ে আখীরাহ বা শেষ বৈঠকে তাশাহহুদ পড়া। ১১. তাশাহহুদের পর বিলম্ব না করে ৩য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। ১২. আস্সালামু বলে সালাম ফিরানো। ১৩. বিতরের নামাযে দু‘আয়ে কুনূত পড়া। ১৪. দুই ঈদের নামাযে অতিরিক্ত ৬ তাকবীর বলা। ১৫. ঈদের নামাযের ২য় রাকাতে রুকুর জন্য তাকবীর বলা। ১৬. “আল্লাহু আকবার” বলে নামায আরম্ভ করা। ১৭. ফজর, ইশা, মাগরিব, জুমআ, দুই ঈদ, তারাবীহ ও রমযানের বিতরের নামাযে ইমামের উচ্চস্বরে ক্বেরাত পড়া। ১৮. যোহর, আসর এবং দিবসের সুন্নত ও নফল নামাযে নিম্নস্বরে ক্বেরাত পড়া।
কোন মন্তব্য নেই