Header Ads

Header ADS

Is it important to believe in the four heavenly books and other sahifahs? Bangla

চার আসমানী কিতাব সহ আরো অন্যান্য সহীফাসমূহের ওপর ঈমান আনাও জরুরী কী?



প্রশ্ন : চার আসমানী কিতাব ব্যতীত অন্যান্য আসমানী সহীফার ওপরও ঈমান আনা জরুরী কিনা? যদি কোনো ব্যক্তি চার আসমানী কিতাবের ওপর ঈমান রাখে কিন্তু ঐ সমস্ত সহীফা যা অন্যান্য নবীগণের ওপর অবতীর্ণ হয়েছে সেগুলো অজানা থাকার দরুন কিংবা জানা থাকা সত্ত্বেও না মানে, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে ইসলামী শরীয়তের হুকুম কী?

উত্তর : চার আসমানী কিতাব ব্যতীত অন্যান্য নবীগণের ওপর অবতীর্ণ সহীফার ওপর ঈমান আনাও জরুরী। কেননা, এগুলোর প্রত্যেকটির ওপর ঈমান আনার বিষয়টি অন্যটির ওপর ঈমান আনার সাথে সংশ্লিষ্ট। তন্মধ্য হতে একটি অস্বীকার করাও পথভ্রষ্টতা এবং আল্লাহ তা'আলা হতে দূরত্ব পয়দা হওয়ার বড় কারণ। অতএব, প্রশ্নে উল্লিখিত সূরতে যদি লোকটি অজ্ঞতার দরুন কিংবা জানা সত্ত্বেও (যে ঐ সহীফাগুলোর ওপরও ঈমান আনা জরুরী) সহীফাগুলোকে অস্বীকার করে, তাহলে এরূপ ব্যক্তি ইসলামের গণ্ডি হতে খারেজ।

সূত্র : নাজমুল ফাতাওয়া ১/৪৮: সূরা নিসা ১৩৬ মিশকাত ১/১১ আল-মুহাররারুল ওজীয ২/১২৪ তাফসীরে মাযহারী ২/২৬১ শরহু আকীদাতিত্ তাহাবী ২/৪৫৪ সূরা বাকারা ১৭৭ শরহুল ফিকহিল আকবর ৯-১২।

আসমানী কিতাবসমূহে বিশ্বাস বলতে কি বোঝায়?

আসমানী কিতাবের সংখ্যা কত?

আল কিতাব শব্দের অর্থ কি?

পৃথিবীর প্রথম পবিত্র গ্রন্থ কোনটি?

১০৪ খানা আসমানী কিতাবের নাম কি?

যাবুর কিতাব কোন ধর্মের?

যাবুর কিতাব কার উপর নাযিল হয়?

আসমানী কিতাব সম্পর্কে

আসমানী কিতাব কি কি?

বড় আসমানী কিতাব কয়টি?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.