What is the rule of accepting Islam secretly? Is he a believer in Allah? Bangla
গোপনে ইসলাম গ্রহণ করার বিধান কী? সে কি আল্লাহ তা'আলার নিকট ঈমানদার?
প্রশ্ন : কোনো লোক যদি ব্যাহ্যত অমুসলিম হয় আর অভ্যন্তরীণভাবে সে আল্লাহ, নবী, রাসূল, আসমানী কিতাব, ইসলামের বুনিয়াদী বিষয়ের ওপর কামেল ঈমান রাখে এবং ইসলামের সকল ফরয নামায, রোযা প্রভৃতি হুকুম-আহকামের ওপর আন্তরিক হয়ে গোপনে আমল করে কিন্তু দুনিয়াবী সমস্যার কারণে ইসলাম প্রকাশ করছে না। এ লোকটি মুসলমান কিনা?
উত্তর : নির্ভরযোগ্য ঈমান হলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম কর্তৃক আনীত সকল বিষয় আন্তরিকভাবে বিশ্বাস করা এবং যবান দ্বারা এ সকল
বিষয়ের স্বীকারোক্তি প্রদান করা। এ ক্ষেত্রে মুহাক্কিকদের অভিমত হলো যে, আন্তরিক বিশ্বাসের নাম ঈমান। আর যবান
দ্বারা স্বীকারোক্তি প্রদান করা ঈমানের শর্ত। দুনিয়াবী হুকুম কার্যকর করা হিসেবে
এই দ্বিতীয় অভিমত অনুযায়ী প্রশ্নে উল্লিখিত লোকটি আল্লাহর নিকট ঈমানদার। যদিও
বাহ্যিকভাবে তাকে মুসলমান আখ্যায়িত করা যাবে না। ইসলামের হুকুম-আহকাম তার ওপর
কার্যকর হবে না।
সূত্র : আযীযুল ফাতাওয়া ১/৭১।
গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো?
কৈশরে রাসূল সাঃ কি কাজ করতেন?
পবিত্র কুরআনের কোন সূরায় একত্রে ১৮ জন নবীর নাম রয়েছে?
নবী সাঃ এর ডাক নাম কি ছিল?
মুসলমানদের সর্বপ্রথম কোথায় হিজরত করেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কতদিন অবস্থান
করেন?
তায়েফের ঘটনা
কোন মন্তব্য নেই