Header Ads

Header ADS

নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী। আমাদের জবাব

 নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী


আমাদের জবাব

প্রশ্ন : শরীয়ত কি মুসলমানের ওপর জরুরী করে দিয়েছে যে,সে নিজের মুসলমান হওয়ার দাবি করতে পারবে না? ইসলামের আকীদার খেলাফ আকীদা পোষণ করা জায়েয আছে কি?

উত্তর : এটা কোনো জরুরী নয় যে,বিনা প্রয়োজনে ও বিনা কারণে সব জায়গায় সব ব্যক্তি এ ঘোষণা দিতে থাকবে যে,আমি মুসলমান অবশ্য প্রয়োজন হলে ঘোষণা জরুরী। অন্তরে সর্বাবস্থায় নিজের ইসলাম ও ঈমানের আকীদা রাখা কর্তব্য। ইসলামের আকীদার খেলাফ কোনো আকীদা পোষণ করা এবং কুফ্রী নিদর্শন ও প্রতীকের কোনো কাজ করা কখনো জায়েয নেই। কেননা,এতে ঈমান নষ্ট হয়ে যায়।

সূত্র : মাহমুদিয়া ২/১৯: তাফ: মাযহারী ৫/৩৭৭ সূরা নাহল ১০৬ হিন্দিয়া ২/২৫৭,২৭৬


 ইসলাম কী?

ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.