মুসলমান পরস্পর ইখতেলাফের পরও মুসলমান থাকে। আমাদের জবাব
মুসলমান পরস্পর ইখতেলাফের পরও মুসলমান থাকে
প্রশ্ন : হিন্দুস্তানে বা যে কোনো দেশে যথেষ্ট সংখ্যায় মুসলমান বাস করে এবং পার্টির বিভিন্নতার কারণে সকলেই বিভিন্ন খেয়ালের অধিকারী। যার দরুন প্রতিনিয়ত হামলা হচ্ছে,তাদের জান-মাল,ইজ্জত-আব্রু সবকিছু নষ্ট হচ্ছে। এমতাবস্থায় তারা মুসলমান কিনা? যদি মুসলমান থাকে,তাহলে এর সূরত কী এবং কীভাবে?
উত্তর : প্রবৃত্তির তাড়না এবং
ব্যক্তিগত ক্ষমতার বলে পার্টিবাজি করা অত্যন্ত নিন্দনীয়। এর পরিণাম নেহায়েতই
খারাপ যেমনটা দেখা যায়। কিন্তু তারপরও তাদেরকে কাফের বলা যাবে না। কেননা,তারা মুসলমান অবশ্যই আছেন। তাদের এ
অযাচিত আচরণ থেকে বিরত থাকা এবং লজ্জিত হয়ে তওবা করা কর্তব্য।
সূত্র : মাহমূদিয়া ২/২০ তাফ:
মাযহারী ৯/৪৯ উমদাতুল কারী ৮/২২ কিরমানী ২১/৭৮ মিরকাত ১/৮৬ শরহে ফিকহে আকবর ৮৬
শরহে আকায়েদে নাসাফী ১১৬
নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী
ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer
কোন মন্তব্য নেই