কুরআনের ওপর ঈমান আনার অর্থ কী? আমাদের জবাব
কুরআনের ওপর ঈমান আনার অর্থ কী?
প্রশ্ন : আমার কুরআনের ওপর ঈমান
রয়েছে,তারপর কুরআনকে
পূর্ণভাবে বা অংশ বিশেষ অস্বীকার করলে বা কুরআনের কোনো অংশকে অস্বীকার করলে ফতওয়া
কী? এই অস্বীকৃতি যবানে
হোক বা অন্য কোনো অঙ্গ দ্বারা হোক ।
উত্তর : পুরোপুরি কুরআনে কারীমের
তাসদীক জরুরী। যদি পুরো কুরআন বা এর অংশ বিশেষের ব্যাপারে এ আকীদা রাখা হয় যে,এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নয়,তাহলে এ দ্বারা ঈমান বাকি থাকবে না।
আর যদি আমলী ত্রুটি থাকে,তাহলে
কুফ্রীর হুকুম দেয়া যাবে না। এতে ঈমান দুর্বল হয়ে যায় কিন্তু অন্তরের
স্বীকারোক্তি থাকা অবস্থায় ঈমান নষ্ট হবে না। ঈমান বহাল থাকবে।
সূত্র : মাহমুদিয়া ২/২৯: শরহে ফিকহে আকবর ২০৫,১০৬।
নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী
ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer
কোন মন্তব্য নেই