Can the good news of Paradise be received only by reading the Kalima? Our answer আমাদের জবাব
শুধু কালেমা পড়লে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া যাবে কী?
প্রশ্ন : ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم এ আয়াতের ব্যাখ্যায় একজন আলেম অধিকাংশ মুফাস্সিরীনের এ মত উল্লেখ করেছেন যে, শুধু ঈমানদার আমলে সালেহা তথা নামায, রোযা ইত্যাদি ছাড়া জান্নাতের সুসংবাদের উপযুক্ত। কেননা, কোনো বিষয়ের আতফ তার নিজের ওপর করা হয় না। এটা কী করে সম্ভব?
উত্তর :
যদি কোনো ব্যক্তি ঈমান আনয়নের পর নেক আমলের সুযোগ না পায়, তাহলে সেও খোদায়ী কানুন মতে সহীহ
ধর্মের অনুসারী হিসেবে এ সুসংবাদের অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি ঈমান আনার পর সুযোগ
পেল কিন্তু সে আমলে সালেহা না করে গোনাহে লিপ্ত রইল সে প্রথম বারে জান্নাতে যেতে
পারবে না; বরং শাস্তি ভোগ করার পর জান্নাতের উপযুক্ত হবে। উক্ত আলেমের দলীলের
সারাংশ হলো, ঈমান ও
আমালে সালেহা পৃথক পৃথক বিষয়। অতএব উভয়ের ওপর সুসংবাদ হবে,শুধু ঈমানের ওপর নয়। সুতরাং শুধু
ঈমানদার হওয়ার ওপর সুসংবাদের উপযুক্ত হওয়ার ব্যাপারে এ দলীল পেশ করা সম্পূর্ণ
অমূলক।
সূত্র : মাহমুদিয়া ২/৩১: মিরকাত ১/৯৪
নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী
ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer
কোন মন্তব্য নেই