Header Ads

Header ADS

আহকামের ওপর আমল করা কি উচ্চমানের ঈমানদারদের কাজ? আমাদের জবাব

আহকামের ওপর আমল করা কি উচ্চমানের ঈমানদারদের কাজ?

আমাদের জবাব


প্রশ্ন : কিছু মুসলমান মনে করে যে,নামায না পড়া,যাকাত না দেয়া,রোযা না রাখামিথ্যা বলাসিনেমা দেখা এবং ঘুষ নেয়া দ্বারা সাধারণ মুসলমানদের কোনো পার্থক্য সৃষ্টি হবে না; এসব আমল তো প্রথম স্তরের মুসলমানদের কাজ। এসব পালন করা আমাদের কাজ নয়,আমরা তো সাধারণ মুসলমান আর আল্লাহ হলেন ক্ষমাশীলদয়ালু। আমরা দৃঢ় বিশ্বাস রাখি যেআল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন এবং আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করবো। এ কথাটি কি ঠিক? এমন কথা যারা বলে তাদের বিধান কী?

উত্তর : আল্লাহ তা'আলা যেমন ক্ষমাকারী,দয়ালু ঠিক তদ্রূপ প্রতিশোধ গ্রহণকারীও। জান্নাত ও জাহান্নাম উভয়টাই তাঁর সৃষ্টি। বিধি- বিধান তিনি দিয়েছেন। আনুগত্য প্রদর্শনকারীদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। আল্লাহর কোনো গুণ মানা আর কোনোটা অমান্য করা ঈমানের বিষয় নয়। যেসব জিনিস থেকে বিরত থাকার কথা আল্লাহ তা'আলা বলেছেন সেগুলো থেকে বিরত থাকা কর্তব্য। যারা এ ধারণা করে যে,আহকাম তো প্রথম স্তরের মুসলমানদের আর আমরা তো সাধারণ মুসলমান তাদের এটাও ভাবা উচিত যে,এমনটি যেন না হয় যে,জান্নাতও প্রথম স্তরের মুসলমানগণ পাবেন আর যারা আমল করে না তারা পাবে জাহান্নাম। সুতরাং এমন কথা এ জাতীয় আকীদা এবং এ জাতীয় কর্ম থেকে পুরোপুরি পরহেয করা প্রয়োজন। নতুবা ইসলাম ও ঈমান সবগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে।

সূত্র : মাহমুদিয়া ২/৩২ : সূরা আলি-ইমরান ১২৯১৩৩ সূরা যুমার ৬২ আলমগীরী ২/২৫৮


নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী

ইসলাম কী?

ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.