Header Ads

Header ADS

কোনো অমুসলিম কি নেকী করে জান্নাতে যেতে পারবে? আমাদের জবাব

কোনো অমুসলিম কি নেকী করে জান্নাতে যেতে পারবে?

আমাদের জবাব


প্রশ্ন : জহুর খান নামের এক ব্যক্তি বলেমুসলমান ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী যদি নেক আমল করেতাহলে সেও জান্নাতী হবে। এ দাবির পক্ষে সে কুরআনের আয়াত পেশ করে। অনুগ্রহ করে এর জবাব জানাবেন।

উত্তর : যে ব্যক্তি কুফর ও শিরকের হালতে মরেছে সে মুক্তি পাবে না। সে সর্বদার জন্য দোযখে যাবে।

وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَهُ النَّارُ

অর্থ: যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলোআল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেনতার ঠিকানা জাহান্নাম। এ ব্যাপারে কুরআনের স্পষ্ট আয়াত বিদ্যমান রয়েছে।


সূত্র : মাহমুদিয়া ২/৩৮: সূরা মায়িদা ৭২ সূরা নিসা ৪৮,১১৬


নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী

ইসলাম কী?

ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.