Header Ads

Header ADS

শয়তানের ওয়াসওয়াসা দ্বারা কী ঈমান নষ্ট হয় না? আমাদের জবাব

শয়তানের ওয়াসওয়াসা দ্বারা কী ঈমান নষ্ট হয় না?



প্রশ্ন : এক ব্যক্তি শরীয়তের পাবন্দ। একদিন একটা কিতাব পড়তে গিয়ে তার দিলে কুমন্ত্রণা আসলো যে, আমি মুসলমান নই । আমি মুরতাদ হয়ে গেছি। কিন্তু তার থেকে কোনো অস্বীকৃতি বা কোনো গোনাহ পাওয়া যায়নি যা তার কুফ্রীর প্রমাণ বহন করে। সে অত্যন্ত পেরেশান হয়েছে এই ভেবে যে, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক ও তাঁর প্রিয় রাসূলের সামনে কীভাবে মুখ দেখাবো? এরপর সে কালেমা তাইয়্যিবা, লা-হাওলা এবং ইস্তিগফার পড়া আরম্ভ করে দিলো এবং দিলের প্রবঞ্চনা দূর করার জন্যে সে এ কথা বললো যে, হে শয়তান! এতো দিন মুসলমান ছিলাম কিনা সেটা নয়। এখন আমি মুসলমান হলাম; তুই যত প্রবঞ্চনা দিস না কেন। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে, এটা শয়তানি ধোঁকা। জিজ্ঞাসার বিষয় হলো, এতে ঈমানে বিধ্বংসী ও ক্ষতিকর কোনো জিনিসের উপস্থিতি আছে কি?

উত্তর : শয়তানের এ প্ররোচনার দরুন তার ঈমান নষ্ট হয়নি। ঈমান বহাল আছে। লা-হাওলা বেশী বেশী পড়তে থাকবে এবং প্রতিদিন নিজের ঈমানের কারণে আল্লাহর শোকর আদায় করবে।

সূত্র : মাহমুদিয়া ২/৪০: মিরকাত ১/১১৪ মাজমাউল আনহুর ২/৫০২


নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী

ইসলাম কী?

ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.