Header Ads

Header ADS

What is the method of faith renewal? Our answer আমাদের জবাব

ঈমান নবায়নের পদ্ধতি কী?



প্রশ্ন : আমার এক চিঠির জবাবে হযরতওয়ালা লিখেছেন, কোনো কথা বা কাজের কারণে ইসলাম থেকে খারেজ হয়ে গেলে এমন ব্যক্তির তাজদীদে ঈমানের সাথে সাথে কুফুরীর কারণ থেকেও বারাআত জরুরী এ কথার ব্যাখ্যা চাচ্ছি

(ক) তাজদীদে ঈমানের মতলব কী এবং এর তরীকা কী?

(খ) কুফুরীর কারণ কী কী?

(গ) যদি যাকাত আদায় করে থাকে, তাহলে সামর্থ থাকলে তা দ্বিতীয়বার আদায় করতে হবে কি?

উত্তর : (ক) যবানে কালেমায়ে শাহাদাত পড়বে এবং অন্তর দিয়ে তা-ই বিশ্বাস করবে। যে বিষয়টি অস্বীকার করার কারণে ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছিল তা স্বীকার করবে। যদি ইসলাম থেকে খারিজ হয়ে খৃষ্টধর্ম গ্রহণ করে থাকে, তাহলে তা প্রত্যাহার ও সম্পর্কচ্ছেদ করবে।

(খ) কুফুরীর বিভিন্ন কারণ রয়েছে যেমন, আল্লাহর মহান সত্তা ও সিফাতকে অস্বীকার করা, তাঁর শানে বে-আদবী করা, কোনো রাসূলকে অস্বীকার করা, তাঁর শানে গোস্তাখী করা, আল্লাহপ্রদত্ত কোনো কিতাবকে অস্বীকার করা, কিতাবের অবমাননা করা, আখেরাত ও ফেরেশতাদের অস্বীকার করা ইত্যাদি ইত্যাদি।

(গ) নতুনভাবে ঈমান আনার পর পূর্ববর্তী বছরগুলোর যাকাত পুনরায় দিতে হবে না।

সূত্র : মাহমূদিয়া ২/৪৩: আদ্দুররুল মুখতার আলাশ শামী ৩/২৮৬, ৩/৩০৩ আলমগীরী ২/২৫৭ মালাবুদ্দা মিনহু ১২৯।

নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী

ইসলাম কী?

ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.