ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা হলে এর চিকিৎসা কী? আমাদের জবাব
ঈমানের ব্যাপারে ওয়াসওয়াসা হলে এর চিকিৎসা কী?
প্রশ্ন : প্রায় তিন মাস যাবৎ আমার
দিল-দেমাগে একটি সন্দেহ সৃষ্টি হয়েছে। সব সময় একটি ধারণা আমাকে খুব বেশী পেরেশান
করে। আর তা হচ্ছে, রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কিনা? কুরআনে কারীম আসমানী কিতাব কিনা? ইসলাম সত্য ধর্ম কিনা? এসব খেয়ালের কারণে আমি খুব বেশী
উদ্বিগ্ন থাকি। কোনো কাজে মন বসে না। এ প্রশ্নটি যতই দূর করতে চাই দিল ও দেমাগ
থেকে এ খেয়াল কিছুতেই দূর হচ্ছে না। কুরআন পড়া শুরু করলে এ খেয়াল আসে যে এসব
শুধু শুধু তো নয়? আর
হাদীস পড়ার সময়ও এই একই খেয়াল আসে। অনুগ্রহ করে আমার করণীয় কী জানাবেন।
উত্তর : আপনি রাতে ইশার পর তাজা গোসল
করে দু' রাকআত তওবার নামায
পড়বেন। তারপর ৪০০ বার দরূদ শরীফ ও ৫০০ বার استغفر الله ربى من كل ذنب
واتوب اليه
পড়ে
আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করবেন যে, হে আল্লাহ! আমার সর্ব প্রকার গোনাহ ক্ষমা করুন এবং
আপনার মহান সত্তার ওপর, আপনার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার কিতাব—কুরআনের ওপর আমাকে
যথাযোগ্য বিশ্বাস দান করুন। আমার গোনাহের কারণে এ মহামূল্যবান সম্পদ নষ্ট করবেন
না। এ আমলটি সাত দিন করুন এবং চলা ফেরার সময় বেশী বেশী দরূদ শরীফ পড়ুন । কোনো
খাঁটী বুযুর্গের সাথে ইসলাহী তাআল্লুক কায়েম করুন । আল্লাহ সহায় হবেন
ইনশাআল্লাহ। সূরা হা-মীম সিজদা দৈনিক একবার পড়ে দোয়া করাও ওয়ায়াসা দূর হওয়ার
জন্য অনেক কার্যকর ও খুবই ফলদায়ক।
সূত্র : মাহমুদিয়া ২ / ৪১
মিরকাত ২/১৮৭ ফাতহুল বারী ১/২৬২ ফয়যুল বারী ১/২৯৭ আত্-তারগীব ওয়াত্ তারহীব
২/৬৮২।
নিজের মুমিন ও মুসলমান হওয়ার বিষয়টি বিশ্বাস করা কি জরুরী
ঈমানের সংজ্ঞা ও পরিচয় কী? আমাদের জবাব। Our Answer
কোন মন্তব্য নেই